ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজবাড়ীতে ৪ দিনের আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
রাজবাড়ীতে ৪ দিনের আয়কর মেলা শুরু

রাজবাড়ী: ‘জনকল্যাণে রাজস্ব’-‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এ স্লোগানে রাজবাড়ীতে শুরু হয়েছে চার দিনের আয়কর মেলা-২০১৯। মেলা চলবে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেলামত আলী। মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা।

ঢাকা কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার ড. হরিপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৩ এর সার্কেল-৫৬ রাজবাড়ীর সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক।

চার দিনের এ আয়কর মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাদের আয়কর দেওয়ার সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।