চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোহাম্মদ কাশেম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
মেলার প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জনগণ আয়কর দিলে সেই আয়করের টাকায় বাংলাদেশ আরও উন্নয়ন, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
চার দিনের মেলায় একই ছাদের নিচে আয়কর দাতারা ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। মেলা চলবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, ১৬ নভেম্বর, ২০১৯
এডি/আরবি/