মেহেরপুর জেলায় চার দিনব্যাপী আয়োজিত আয়কর মেলার প্রথম দিনে ১২৬টি রিটার্ন দাখিলসহ সাত লাখ ১৪ হাজার টাকা এবং দ্বিতীয় দিন অর্থাৎ রোববার (১৭ নভেম্বর) ২৮৫টি রিটার্ন দাখিলসহ ১৭ লাখ ৪০ হাজার টাকা আয়কর জমা পড়ে।
মেহেরপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ ইরানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর জেলায় গত বছর তিন হাজার করদাতার কাছে ১৮ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছিল ১৬ কোটি টাকা। এবছর করদাতার পরিমাণ ১৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ৪ হাজার করদাতা নির্ধারণ ও ২০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মেহেরপুর পৌর কমিউনিটি হলে চার দিনব্যাপী আয়কর মেলা শনিবার (১৬ নভেম্বর) উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/