ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

বরিশাল: আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালসহ বিভাগের ৬ জেলা সদর ও চার উপজেলায় ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় করা হয়েছে।

বিভাগীয় শহর বরিশালে কর মেলা সাত দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় ৪ দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেখ কামাল অডিটরিয়ামে ও গলাচিপা অফিসার্স ক্লাবে কর মেলা শুরু হয়েছে।

এদিকে, মঙ্গলবার পিরোজপুর ও বরগুনায় জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্ত হয়েছে। এরআগে সোমবার ঝালকাঠি ও পটুয়াখালীতে জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্তি ঘটে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মেলার ষষ্ঠদিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ১ কোটি ৭ লাখ ৭৯  হাজার ৫২৯ টাকার কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৭২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৯ জন। সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৪৫ জন।

পিরোজপুরে চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ১২ লাখ ৫৬ হাজার ৩৭৯ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১৩২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৮ জন। সেবা নিয়েছেন ৫ হাজার ৪৪৪ জন।  

বরগুনায় চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ৩৯ লাখ ৩২ হাজার ১৮ টাকার কর আদায় হয়েছে।  রিটার্ন জমা দিয়েছেন ৬০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। সেবা নিয়েছেন ৩ হাজার ২২৪ জন।  

ভোলায় মেলার তৃতীয়দিনে ১০ লাখ ১৮ হাজার ৯৬ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৪ জন। সেবা নিয়েছেন ৩ হজার ৮৮৩ জন। এছাড়া জেলার লালমোহন উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ১৩ লাখ ৬১ হাজার ৪২৭ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২২০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন একজন। সেবা নিয়েছেন ৫৬৩ জন।

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ৬ লাখ ১২ হাজার ২০৯ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২০০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন। সেবা নিয়েছেন ৮৯২ জন।  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রথমদিনে ১২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন পাঁচজন। সেবা নিয়েছেন ৪৩৫ জন। এছাড়া জেলার গলাচিপা উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৭৮৫ শত টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৭৬ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন আটজন। সেবা নিয়েছেন ৪৩৮ জন।

সেই হিসেবে বরিশাল কর অঞ্চলে মঙ্গলবার মোট ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় হয়েছে।  রিটার্ন জমা দিয়েছেন ৫ হাজার ৭৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২১০ জন। সেবা নিয়েছেন ৩০ হাজার ২২৪ জন।  

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোনো ধরনের সেবা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।