শুক্রবার (২২ নভেম্বর) সকালে প্রক্রিয়াজাতকৃত কৃষি পণ্যের সর্ববৃহৎ এ মেলায় ছুটে আসেন দর্শনার্থী ও এ খাতের উদ্যোক্তারা।
মেলায় ফ্রোজেন ফুড, বিস্কুট, বেভারেজ সামগ্রীসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে।
এতে অংশগ্রহণকারী সাংহাই ফুড গ্রুপ লিমিটেডের এক্সিকিউটিভ থি থো হোয়া বলেন, আমরা আমাদের পণ্যসমূহ এদেশের ক্রেতাদের কাছে তুলে ধরছি। বিস্কুটসহ নানা খাদ্য সামগ্রী রয়েছে স্টলে। সাড়া ভালোই মিলেছে।
মেলায় আসা দর্শনার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, মেলায় অনেক বিদেশি পণ্য মেলে, তাই আসলাম। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এ মেলার আয়োজন করেছে। এ মেলার সঙ্গে নবম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৯ ও ষষ্ঠ রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ, ভারত, চায়নাসহ বিশ্বের ১৫টি দেশের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তিন শতাধিক স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশ মূল্য ছাড়াই দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন। শনিবার (২৩ নভেম্বর) বাপার সপ্তম আসরের শেষ হবে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
টিএম/আরবি/