ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চিনি ডিলারদের কেজিতে ২ টাকা মুনাফা দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
চিনি ডিলারদের কেজিতে ২ টাকা মুনাফা দেবে সরকার

ঢাকা: প্রতি কেজি চিনির জন্য চিনি ডিলারদের দুই টাকা মুনাফা ও দুই টাকা পরিবহন খরচ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, এক্ষেত্রে ডিলারদের অবশ্যই বরাদ্দ অনুযায়ী নির্ধারিত পরিমাণ চিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তোলন করতে হবে।

রোববার (২৪ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। অতিরিক্ত সচিব পরাগের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সুগার কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল উপস্থিত ছিলেন।

সভায় চিনি ডিলার ব্যবসায়ী সমিতির নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, চিনি উৎপাদন ব্যয়বহুল। ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার কমমূল্যে বাজারে চিনি সরবরাহ করে থাকে। ডিলাররা নির্ধারিত সময়ের মধ্যে বাজারে চিনি না নিলে বাজারে চিনির ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা থাকে। ডিলাররা সুগার কর্পোরেশনের চিনি নিলে বাজারে ফ্রি সেলের কোনো প্রয়োজন হয় না। তারা বরাদ্দ অনুযায়ী নির্ধারিত চিনি নেন না বলেই ফ্রি সেলে বিক্রি করা হয়।

তিনি বলেন, যেসব ডিলার জামানতের টাকা ফেরত চেয়েছেন, তাদের ডিলারশিপ বাতিল করে জামানত দ্রুত ফেরত দেওয়া হবে। এজন্য কোনো তদবির করা লাগবে না। চিনি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। চিনি কলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সুগার কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, চিনি ডিলারদের দাবি অনুসারে চিনি উত্তোলনের সময়সীমা বারবার পেছানো হয়েছে। এখনও কিছু কিছু ডিলার সর্ম্পূণ চিনি উত্তোলন করেননি। তিনি বলেন, চিনি ডিলাররা সময়মত চিনি উত্তোলন না করলে কর্পোরেশনের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হয় না।

এসময় অতিরিক্ত সচিব পরাগ ডিলারশিপ দ্রুত নবায়ন করার জন্য ডিলারদের পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।