ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুষ্টিয়ায় ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
কুষ্টিয়ায় ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

কুষ্টিয়া: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যাগে কুষ্টিয়ায় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। লাইনে দাঁড়িয়ে একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্বরে খোলা বাজারে ন্যায্যমূল্যে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন।

বাংলানিউজকে ডিসি  আসলাম হোসেন জানান, প্রথমদিনেই সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হয়েছে দুই হাজার কেজি পেঁয়াজ।

বাজারে স্বাভাবিক পরিস্থিতি না আসা পর্যন্ত খোলা বাজারে এ কর্মসূচি চালু থাকবে।

কুষ্টিয়ার বাজারে পেঁয়াজ এখনো দেড়শ’ থেকে ২শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়ঃ: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।