ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যের দাম সহনীয় রাখতে সিলেটে ৩৪ প্রতিষ্ঠানকে সতর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পণ্যের দাম সহনীয় রাখতে সিলেটে ৩৪ প্রতিষ্ঠানকে সতর্ক

সিলেট: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে সহনীয় পর্যায়ে রাখতে ৩৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করলো সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে সিসিকের বাজার মনিটরিং টিম।

মেয়র আরিফুল হব চৌধুরীর নেতৃত্বে অভিযানিক দল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে পণ্যের দাম প্রদর্শন এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেন।

অভিযানে নেতৃত্বে থাকা সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযানে নেমে প্রথম দিনে অন্তত ১০টি পেঁয়াজের আড়ৎ, ১২টি চালের আড়ৎ ও ১২টি খুচরা দোকানে দ্রব্যের দাম পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরবর্তীতে অভিযানে নেমে অনিয়ম পেলে এসব প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করা হবে।

অভিযানে সিসিকের বাজার ও লাইসেন্স শাখার কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের একটি টিম সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।