ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক সংগঠনে সিটি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক সংগঠনে সিটি ব্যাংক

ঢাকা: শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবার বৈশ্বিক নীতিনির্ধারক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এএওআইএফআই)-এর সদস্যপদ লাভ করেছে সিটি ব্যাংক। এর মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক সংগঠনে যুক্ত হলো ব্যাংকটি। বাহরাইনভিত্তিক এ সংস্থাটি বিশ্ব ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বীকৃত নীতিনির্ধারক।

শনিবার (৩০ নভেম্বর) সিটি ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবার বৈশ্বিক নীতিনির্ধারক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এএওআইএফআই)-এর সদস্যপদ লাভ করেছে সিটি ব্যাংক।

সম্প্রতি বাহরাইনের মানামাতে এক অনুষ্ঠানে সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ইব্রাহীম বিন খলিফা আল খলিফার কাছ থেকে সদস্যপদ প্রাপ্তির সনদপত্র গ্রহণ করেন সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট এবং কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরুপ হায়দার ও সিটি ব্যাংকের মুরাকিব মো. আবদুল্লাহ শরীফ।

বিশ্ব ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বীকৃত নীতিনির্ধারক এ সংস্থার সদস্য হওয়ার মধ্য দিয়ে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতা আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।