ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ঢাকা: দেশের সবচেয়ে প্রিমিয়াম বাইক ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তরুণদের সঙ্গে বেশিরভাগ কাজ করা এ মোটরসাইকেল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণদের আইকন সাকিব আল হাসান।

রোববার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাইকারদের রোড সেফটি নিয়ে সাম্প্রতিক সময়ে ইয়ামাহা যে জোর দিয়েছেন সেই ব্যাপারে সাধুবাদ জানিয়েছেন সাকিব আল হাসান।

একইসঙ্গে বাইকারদের সবসময় হেলমেট পরিধান করে রাইডিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।

বাইক নিয়ে কথা বলতেই সাকিব আল হাসান জানান, তিনি নিজেও একজন বাইকপ্রেমী। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি ইয়ামাহাকে ধন্যবাদ জানান তাকে MT15 সিরিজের বাইক দিয়ে স্বাগতম জানানোর জন্যে।

ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে দারুণ সবকাজ আর ইভেন্টের ব্যাপারে আশাবাদী। এদিকে সাকিবের ভক্তরাও ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফ্যানপেইজে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি সাকিব আল হাসান ও এসিআই মটরসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান ও এসিআই মটরসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।