ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ‘ওয়াকার’ ফুটওয়্যারের শোরুম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ফেনীতে ‘ওয়াকার’ ফুটওয়্যারের শোরুম উদ্বোধন

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জুতার ব্র্যান্ড ‘ওয়াকার’ ফেনীতে একটি শোরুম চালু করেছে। 

সম্প্রতি ফেনী শহরের ট্রাংক রোডে শোরুমটির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।  
 
ওয়াকার শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা রয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, ওয়াকার জুতার অন্যতম বৈশিষ্ট্য হলো, সব বয়সীদের জন্য সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে জুতা উৎপাদন করা। আমরা নারী-পুরুষ ও শিশুদের রুচি অনুযায়ী, নতুন নতুন ডিজাইনের জুতা উপহার দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে এসব জুতা সবার কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করছি।

এসময় ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সারাদেশে ওয়াকার ফুটওয়্যারের ৫৩টি শোরুম চালু রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯ 
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।