ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারাজের ফিউচার লিডারশিপ প্রোগ্রাম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
দারাজের ফিউচার লিডারশিপ প্রোগ্রাম শুরু

ঢাকা: দেশের ই-কর্মাস প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের আয়োজনে শুরু হলো ‘দারাজ ফিউচার লিডারশিপ প্রোগ্রাম-২০১৯’।

রোববার (০৮ ডিসেম্বর) দারাজ বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, রোববার রাজধানীর একটি হোটেলে এক কেইস স্ট্যাডি প্রোগ্রামের মাধ্যমে এর সূচনা হয়, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এ প্রোগ্র্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের ১৮ মাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, অংশগ্রহণকারীদের মধ্যে এ বছর ১০ জনকে দারাজ বাংলাদেশে ক্যারিয়ার শুরু করার সুযোগ দেওয়া হবে।  

এসময় দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কর্মাশিয়াল অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেকসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।