ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আবাসনখাতের সমস্যা রয়েছে, দ্রুত কমানো হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
‘আবাসনখাতের সমস্যা রয়েছে, দ্রুত কমানো হবে’

ঢাকা: আবাসনখাতে কিছু সমস্যা রয়েছে। আমরা সেটা সমাধানের চেষ্টা করছি। বিশেষ করে নিবন্ধন ব্যয় কমানোর জন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।
 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  ‘রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯’ এর উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেবা সহজ করার কাজ চালিয়ে যাচ্ছি। আগে বিল্ডিং তৈরির কাজে ১৬টি সংস্থার অনুমোদন নেওয়া লাগতো। আমরা এটা সহজ করে ৪-এ নামিয়েছি। ভূমির ছাড়পত্র সহজ করে অটোমেশন পদ্ধতি চালু করেছি। ডেভেলপারদের আইন মেনে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
 
পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। এবারের ফেয়ারে ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল থাকছে। ১১৬টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও এবছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে মেলায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে রিহ্যাব।
 
এছাড়াও অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া (প্রথম), ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুজ্জামান (দ্বিতীয়), ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালক এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।