ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন চার কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন চার কর্মকর্তা

ঢাকা: পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের চার উপ-মহাব্যবস্থাপক।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ডেট ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বিভাগের মো. সিরাজুল ইসলাম, গভর্নর সচিবালয়ের রোকেয়া খাতুন ও গবেষণা বিভাগের তাসনিম ফাতেমা।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের আদেশে উল্লেখিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।



রূপ রতন পাইন ১৯৯৬ সালে নিয়োগ পরীক্ষায় প্রথমস্থান অর্জন করে সহকারী পরিচালক পদে যোগদান করেন। সিরাজুল ইসলামও একই বছর সহকারী পরিচালক পদে যোগদান করেন। রোকেয়া খাতুন ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। রোকেয়া খাতুনের স্বামী জিএম আবুল কালাম আজাদও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র। তাসনিম ফাতেমা সহকারী পরিচালক পদে যোগদান করেছেন ২০০০ সালে।

কর্মজীবনে সবাই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে দেশে ও বিদেশ ভ্রমণ করেছেন। নিয়েছেন উচ্চতর ডিগ্রিও।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২১০৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।