বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাঠাওয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তি অনুসারে পাঠাওয়ের ‘সিলভার’, ‘গোল্ড’ এবং ‘প্ল্যাটিনাম’ সদস্যরা আর্টিসানের সমস্ত শাখা থেকে যথাক্রমে ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ ছাড় পাবেন। পাঠাও তার ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে।
পাঠাও তার ব্যবহারকারীদের নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের পরিবহন এবং দ্রুত ও সুস্বাদু খাবার সরবরাহ ছাড়া আরও সুবিধা দেওয়ার জন্য চালু করেছে ‘পাঠাও পয়েন্টস’। পাঠাও সেবা ব্যবহার করে পয়েন্ট অর্জন করেন এবং তার মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় এবং ছাড়ের সুবিধা উপভোগ করেন ব্যবহারকারীরা।
আর্টিসানের কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে আর্টিসানের পক্ষ থেকে চেয়ারম্যান অনিতা গোমেস, ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল, সি ও ও মো. শামীম আলম, অপারেশন ম্যানেজার অপু হাসান এবং পাঠাওয়ের পক্ষে লিড মার্কেটিং ম্যানেজার সায়েদা নাবিলা মাহাবুব ও মার্কেটিং নির্বাহী কর্মকর্তা ওসমান সালেহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
ওএইচ/