ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমা প্রতিনিধিদের সঙ্গে অতিরিক্ত সচিবের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বিমা প্রতিনিধিদের সঙ্গে অতিরিক্ত সচিবের মতবিনিময়

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিমা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মহ. রেজাউল ইসলাম।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে স্থানীয় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিমা কোম্পানির প্রতিনিধিদের তিনি বলেন, উন্নত রাষ্ট্রে প্রতিটি নাগরিকের জন্মের পরপর বিমা করার প্রবণতা আছে।

কিন্তু আমাদের দেশে এখনও এ ধরণের সচেতনতা সৃষ্টি হয়নি। এ সচেতনতা সৃষ্টির জন্য বিমা কোম্পানি ও প্রতিনিধিদের কাজ করতে হবে।

সভা শেষে বিভিন্ন বিমা কোম্পানির গ্রাহকদের মধ্যে মৃত্যু দাবি ও মেয়াদোত্তর বিমা অঙ্কের চেক বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।