‘মুজিববর্ষের স্পর্শে স্পন্দিত রূপালী ব্যাংক’ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের লোগো ও ক্ষণগণনার উদ্বোধন করার পরপরই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন।
এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির জনকের মূর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলাম, খান ইকবাল হোসেন, গোলাম মরতুজা, আবদুর রহিম, আবুল খায়ের, শওকত আলী খান, আহসান উল্লাহসহ সকল জিএম, ডিজিএম, সিবিএ সভাপতি, সেক্রেটারি, স্বাধীনতা ব্যাংকার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রূপালী ব্যাংক ইউনিট সেক্রেটারি, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নেতারাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ওএইচ/