ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৪৫ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৪৫ কোটি ডলার

ঢাকাঃ চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈধপথে ১৪৫ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। 

যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৩১ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।

 

রোববার (১ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।        

সংশ্লিষ্টরা বলছেন, সরকার দুই শতাংশ প্রণোদনা দেওয়ার কারণে বৈধপথে রেমিট্যান্স গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বেড়েছে।  

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় ধারাবাহিকভাবে বেড়েছে।  

বাংলাদেশ সময়ঃ ১৪১১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসই/ওএফবি                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।