যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৩১ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।
রোববার (১ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার দুই শতাংশ প্রণোদনা দেওয়ার কারণে বৈধপথে রেমিট্যান্স গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় ধারাবাহিকভাবে বেড়েছে।
বাংলাদেশ সময়ঃ ১৪১১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসই/ওএফবি