ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪ দিনের নারী উদ্যোক্তা পণ্য মেলা শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মার্চ ৩, ২০২০
৪ দিনের নারী উদ্যোক্তা পণ্য মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকা: চারদিনের ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু হবে আগামী বৃহস্পতিবার (০৫ মার্চ)। চলবে রোববার (৮ মার্চ) পর্যন্ত।

‘নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থায়, উন্নয়ন অংশীদারিত্ব হবে সমান সমান’- শ্লোগানে এই মেলার আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক।   

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ. কে. এন. আহমেদ মিলনায়তনে ওইদিন সকালে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

 

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে  কবির, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান এবং সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।  

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সর মহাব্যবস্থাপক জি. এম. আবুল কালাম আজাদ বলেন, মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট চত্বরে। মেলায় সারাদেশের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।