মঙ্গলবার (৩ মার্চ) শের-ই-বাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইনগ্রিড ভ্যান ওয়েস এক সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী এডিবি প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশকে এখন অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে তুলে ধরা করা হয়।
এডিবি বাংলাদেশকে প্রায় ২৫.১৪৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, জল সম্পদ ও বাংলাদেশের সুশাসন এবং আর্থিক বিভাগগুলোকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা দিয়েছে।
এদিকে সৌজন্য সাক্ষাতকালে এডিবির অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইনগ্রিড ভ্যান ওয়েস সম্প্রতি ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের দ্য ব্যাঙ্কারের নির্বাচনে সেরা অর্থমন্ত্রী (গ্লোবাল এবং এশিয়া প্যাসিফিক) হওয়ার জন্য মুস্তফা কামালকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে গত এক দশকের আর্থ-সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন।
স্থানীয় মুদ্রায় বন্ড জারি ও ব্যাংকিং খাতের এনপিএল কমাতে বাংলাদেশকে সহায়তা করতে এডিবি আগ্রহী বলে অর্থমন্ত্রীর কাছে জানান প্রতিনিধি দল।
বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এনপিএল হ্রাস ও আর্থিক খাত স্বাস্থ্যকর করার নীতিমালার ক্ষেত্রে এডিবি সহায়ক ভূমিকা পালন করতে চায়।
এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা সূক্ষ্ম ও শক্তিশালী হওয়ার জন্য সামষ্টিক অর্থনৈতিক মূলনীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক ও মূলধনী বাজারের জন্যও সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমআইএস/এইচজে