সোমবার (০৯ মার্চ) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বাংলানিউজকে বলেন, দোল পূর্ণিমা একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক বাংলানিউজকে বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। মঙ্গলবার (১০ মার্চ) থেকে পুনরায় দুই দেশের মধ্যে পুনরায় আমদানি রপ্তানি সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি