ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসছে রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আসছে রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার’ সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম।

ঢাকা: দেশের বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর আয়োজনে শুরু হচ্ছে রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার’। 

মঙ্গলবার (১০ মার্চ) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘স্পিড রেকর্ড মাস্টার’ ক্যাম্পেইনের নানা দিক বিস্তারিত আলোচনা করেন।



সম্মেলনে বলা হয়, স্পিড বরাবরই তরুণদের ব্র্যান্ড হিসেবে কাজ করে আসছে। দেশের তরুণ সমাজের মধ্যে যে উদ্যম ও নিজেকে ছড়িয়ে দেওয়ার স্পৃহা রয়েছে সে বিষয়কেই সবার সামনে তুলে ধরতে চায় স্পিড। এরই ধারাবাহিকতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

‘স্পিড রেকর্ড মাস্টার’ ক্যাম্পেইনে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে প্রচারণা চালানো হবে। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে স্পিড। এ সময় সেখানে উপস্থিত থাকবে মডেল ও অভিনেতা আরেফিন শুভ।  

উল্লেখ্য, স্পিড রেকর্ড মাস্টার নিয়ে আগামীতে দেশজুড়ে আরও অনেক বড় পরিসরে কাজ করার ইচ্ছা আয়োজক সংস্থার।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।