ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএসটিআইয়ের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএসটিআইয়ের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ অন্যরা।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজস্ব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিএসটিআই মহাপরিচালক জাতির জনকের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সদস্যপদ লাভ করে।

গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের বাজার সুদৃঢ় করার লক্ষ্যে তিনি এ প্রচেষ্টা গ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসটিআইর মহাখালীস্থল কোয়ার্টার্স জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিএসটিআইর প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।