ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ মার্চ ৩ সংসদীয় আসনে ব্যাংক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
২১ মার্চ ৩ সংসদীয় আসনে ব্যাংক বন্ধ

ঢাকা: উপ-নির্বাচনের জন্য দেশের তিনটি সংসদীয় আসনে ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০, ৩১ গাইবান্ধা-৩ ও ৯৮ বাগেরহাট-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ২১ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং মহানগরীর অন্যান্য এলাকাধীন তফসিলি ব্যাংকে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কর্মকর্তা/কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সব শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।