রোববার (২২ মার্চ) সকাল থেকে বন্দরটি দিয়ে বন্ধ রয়েছে কার্যক্রম। তবে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়োশনের সভাপতি মেহদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, ভারতের প্রধানমন্ত্রী গণকারফিউ জারি করায় সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সোমবার (২৩ মার্চ) থেকে পুনরায় চালু হওয়ায় কথা রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস