বুধবার (২৫ মার্চ) রিহ্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে ওই চেক হস্তান্তর করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটে সরকারের কাছে কোনো ধরনের দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এ সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
ইএআর/আরআইএস