বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর নয়াবাজারে সহকারী কমিশনার মো. আল আমিনের নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে।
এ বিষয়ে সহকারী কমিশনার মো. আল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা কাগজ অবৈধভাবে অপসারণকালে একটি কাভার্ডভ্যান (নম্বর: ঢাকা মেট্রো ট-২০৩৯৮৬) আটক করা হয়েছে।
এসব পণ্য আশুলিয়ায় অবস্থিত ওয়েস্ট প্যাক ইন্ডাস্ট্রি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় আমদানি করে চোরাইপথে বিক্রি করে দেওয়া হয়েছে।
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ, রাজস্ব আহরণ ও দেশীয় শিল্পের সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। অবৈধ বন্ড ব্যবসার মূলোৎপাটনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
জিসিজি/এএ