বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে বিএসআরএম বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের ৮টি হাসপাতালকে বিশ্বমানের ১,০০০টি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর আমীর আলী হোসাইনকে লেখা এক বার্তায় জানান, করোনা ভাইরাস মহামারিতে মানুষের দুর্ভোগ কমাতে বিএসআরএমের এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা অকুণ্ঠ প্রশংসার দাবিদার। জাতীয় দুর্যোগ মোকাবিলায় পাশে দাঁড়াতে বিএসআরএমের এই জরুরি উপকরণ দেওয়ার জন্য তিনি পুরো টিমকে অভিবাদন ও ধন্যবাদ জানান এবং কোম্পানির সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা করেন।
জাতির এই দুঃসময়ে যথাসম্ভব সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে চিকিৎসক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিএসআরএম।
সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে তারা আগামীতেও এমন আরো অনেক জরুরি উদ্যোগে এগিয়ে আসবে বলে জানায়। সেসঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে বাসায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা পালনের অনুরোধ জানায়।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এএটি