ব্যাবিলন গ্রুপ
ঢাকা: করোনার প্রকোপের সময় চাকরিচ্যুতি নয় বরং সব শ্রমিকদের যথা সময়ে বেতন দিয়েছে ব্যাবিলন গ্রুপ।
শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটির গ্রুপ জিএম নাজমুল হুদা আহমদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০ সালের ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কোম্পানি দু’টি লে-অফ ঘোষণা করে।
সব স্থায়ী শ্রমিকদের মার্চ মাসের বেতন তাদের মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ৭ এপ্রিল তারিখে পরিশোধ করা হয়। কোম্পানিতে কর্মরত শুধুমাত্র শিক্ষানবিশকালে থাকা শ্রমিকদের (তিন মাস বা তার কম সময়ের কর্মী), যাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট করা হয়নি, তাদের ক্যাশ পেমেন্ট করার জন্য ৮ এপ্রিল তারিখে ডাকা হয়। এমনকি পেমেন্ট করবার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, শ্রমিক আইন অনুযায়ী শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়।
ব্যাবিলন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘অবনী ফ্যাশনস লিমিটেড’ এবং ‘ব্যাবিলন ক্যাজুয়ালওয়ার লিমিটেড’। এই দু’টি প্রতিষ্ঠানে কোনো শ্রমিকের কাছ থেকে চাকরি অব্যাহতি পত্রে জোরপূর্বক সই করাবার মতো কোনো ঘটনাই ঘটেনি। এ সম্পর্কিত সমস্ত প্রমাণাদি কোম্পানি ডাটাবেজে সংরক্ষিত আছে, যা প্রয়োজনে উপস্থাপনযোগ্য।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইইউডি/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।