শনিবার (১১ এপ্রিল) বিসিকের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রেক্ষিতে দেশের শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিসিক কর্তৃপক্ষ শিল্পনগরীসমূহ থেকে তিন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরীসমূহের রাস্তা-ঘাট, ড্রেনেজ, কালভার্টের (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস চার্জ।
সারা দেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। শিল্পনগরীর কর্মকর্তাগণকে এ আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে এটি বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘন্টা, এপ্রিল ১১, ২০২০
জিসিজি/এমএইচএম