ঢাকা: দেশে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার আবারো ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি মেয়াদ বাড়িয়েছে। এ সময় দেশের সব অফিস-আদালত বন্ধ থাকবে। সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে। নতুন করে সরকারি ছুটি বাড়ানো না হলে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।
শনিবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারের সাধারণ ছুটির সঙ্গে সংগতি রেখেই পুঁজিবাজার লেনদেন বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসএমএকে/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।