এছাড়া ইসলামী ব্যাংক ১০০ টাকা আমানত সংগ্রহ করলে দিতে পারবে ৯২ টাকা। আগে বিতরণ করতে পারতো ৯০ টাকা।
রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বেসরকারিখাতে ঋণপ্রবাহ গতিশীল করতে ও ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়নে অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ-আমানত সীমা সাধারণ ব্যাংকের জন্য ৮৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকের জন্য ৯২ শতাংশ বহাল থাকবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসই/এএ