বুধবার (১৫ এপ্রিল) প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের এক অফিস আদেশে একথা জানানো হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত ক্ষতির কারণে শিল্প মালিকদের এ সুযোগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মার্চ থেকে মে ২০২০ মাস পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়লার চালনা সনদের মেয়াদ উত্তীর্ণ হবে, তারা রুটিন ফি দিয়ে জুন মাসের মধ্যে সনদ নবায়ন করতে পারবেন। এর জন্য কোনো ধরনের জরিমানা গুনতে হবে না।
বর্তমানে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অধীনে নিবন্ধিত মোট বয়লারের সংখ্যা ১২ হাজার ২৩৬টি। আইন অনুযায়ী প্রতিটি বয়লারকে বছরান্তে নির্ধারিত ফি দিয়ে সনদ নবায়ন করতে হয়। সে অনুযায়ী ২০২০ সালের মার্চ মাসে ৫শ ৪২টি, এপ্রিল মাসে ৬শ ১৩ টি এবং মে মাসের জন্য ৫শ ২০টি সনদ নবায়নের জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে মার্চে নবায়ন করা বয়লার সংখ্যা ৩শ ৭০টি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
জিসিজি/এএ