বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন।
ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর রমজান মাস আসলেই আমাদের একটি টার্গেট থাকে।
এ ব্যাপারে শেওড়াপাড়ার অনি জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রতি বছর রমজান মাস আসলে ক্রেতারা কমবেশি গয়না তৈরি করেন বা অনেকে পুরনো গয়নাকে নতুন করে মেরামত করেন। এতে করে রমজান মাসে আমাদের একটি টার্গেট থাকে সেটি পূরণ হয়। কর্মচারীদের নিয়ে ব্যস্ত সময় পার করি পুরো রমজান মাস। অথচ এবার দোকান খুলতে পারছি না দোকানে দুইজন কর্মচারী, দোকান ভাড়া, বাসা ভাড়া ও সংসার খরচ কিভাবে দিব বুঝতে পারছি না। সবমিলিয়ে দিশেহারা হয়ে পড়েছি। এই অবস্থা চলতে থাকলে ঢাকা শহরে বাঁচাটাই দায় হয়ে যাবে বলেও তিনি জানান।
প্রতিবছর ৮ রমজানের মধ্যেই পোশাকের অর্ডার নেওয়া বন্ধ করে দিতাম। দিন রাত চব্বিশ ঘন্টা কারখানায় পাঁচজন কর্মচারী পোশাক তৈরি করতো। অথচ এবছর দোকান খুলতে পারছি না বলে জানালেন গোল্ড স্টার টেইলার্সের স্বত্বাধিকারী নুর কামাল খাঁ।
তিনি বাংলানিউজকে বলেন আর্থিক সংকটের মধ্যে আমাদের দিন কাটছে। জমানো কিছু টাকা ছিল সেটিও শেষ হয়ে গেছে। দোকান ভাড়া কারখানা ভাড়া ও বাসা ভাড়া জমে যাচ্ছে। এগুলো কিভাবে পরিশোধ করব বুঝতে পারছি না। প্রতিবছর রমজান মাসে যে ইনকাম হয় সেটা দিয়ে সারাবছর চলে যায়। অথচ এবছর দোকান খুলতে পারিনি। জানিনা আগামী দিনগুলো কিভাবে চলবো।
তিনি আরো বলেন, শুধু আমিই নই আমার এখানে পাঁচ জন কর্মচারী প্রডাকশনে কাজ করে। তারাও চরম দুর্দিনে রয়েছেন। প্রোডাকশন বন্ধ থাকায় টাকা পাচ্ছেন না তারা। প্রতি সপ্তাহে এক এক জন কর্মচারী প্রোডাকশনে যে টাকা পেত সেটা দিয়েই তারা চাল-ডাল কিনে সংসার চালায়। এখন সবই বন্ধ তারা চরম কষ্টে দিন পাড় করছে। শুধু তাই নয় এসকল অসহায় মানুষ কোন ত্রাণ বা সহযোগিতাও কারো কাছে থেকে পাচ্ছেন না বলেও তিনি উল্লেখ করেন।
বেচাকেনা নেই কর্তব্যের খাতিরে দোকান খুলে বসে আছি বলে জানালেন নাজ ফার্মেসির স্বত্বাধিকারী ও ফার্মাসিস্ট এইচ এম জাহাঙ্গীর হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, দায়িত্ববোধ থেকে সকাল থেকে রাত অবধি ফার্মেসি খোলা রাখছি। পাঁচ জন কর্মচারী নিয়েই বসে আছি লকডাউনের প্রতিদিনই। নির্ধারিত সময়েই দোকান খুলছে বেচাকেনা শূন্যের কোটায় নেমে এসেছে। কিভাবে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া ও সংসার খরচ চালাবো বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকাটাই মুশকিল হবে বলে তিনি জানান।
এদিকে, করোনাভাইরাসের কারণে এক মাস নগরীর প্রায় সব দোকান বন্ধ রয়েছে। এ অবস্থায় চরম দুর্দিন কাটাচ্ছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের একটি দাবি মানবিক দিক বিবেচনা করে দোকান ভাড়া মওকুফের জন্য বাড়ীর মালিকগণ সহনশীল হবেন বলে তারা মনে করেন।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘন্টা, এপ্রিল ২৪, ২০২০
এসএমএকে/এমএমএস