ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোজায় খাবারের দাম না বাড়ানোর আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
রোজায় খাবারের দাম না বাড়ানোর আহ্বান

ঢাকা: রোজার মাসে খাদ্যদ্রব্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নওগাঁ জেলায় কৃষকদের জন্য থার্মাল স্ক্যানার দেন। এসময় দেওয়া বক্তব্যে খাদ্যমন্ত্রী এ আহ্বান জানান।

নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে ধানকাটা শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য এ থার্মাল স্ক্যানার দিয়েছেন খাদ্যমন্ত্রী। নওগাঁ জেলা প্রশাসক এ থার্মাল স্ক্যানার গ্রহণ করেন। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাধান চন্দ্র মজুমদার বলেন, জ্বর হলো করোনা ভাইরাসের প্রধান লক্ষণ। তাই কৃষি শ্রমিকদের কারো জ্বর আছে কিনা তা পরীক্ষা করে দেখা খুবই জরুরি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিদিন শ্রমিকদের মাঠে পাঠানোর আগে জ্বর মেপে নেবেন।

এ সময় খাদ্যমন্ত্রী রমজান মাসে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীরা খাবারের দাম বাড়াবেন না। খাবারের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ তৈরি করবেন না।

তার বক্তব্য শেষে খাদ্যমন্ত্রীর পক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রঞ্জিত সরকার খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে ২০০টি থার্মাল স্ক্যানার জেলা প্রশাসক হারুন-অর রশীদের কাছে হস্তান্তর করেন।  

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ রাজনৈতিক নেতা, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও চাল ব্যবসায়ী সমিতির নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।