সোমবার (২৭ এপ্রিল) অর্থমন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ করে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঐকান্তিক চেস্টায় বরাদ্দ করা এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে জমা দেওয়া হবে।
এতে বলা হয়, অর্থমন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা দিয়েছে। এ টাকা ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসাবে বরাদ্দ দেওয়া হলো। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এ টাকা পরিশোধ করতে হবে। আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
এতে আর বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতিত অন্যকোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনও অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
জিসিজি/ওএইচ/