ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৭ কোটি টাকার সহায়তা দিচ্ছে পিকেএসএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
২৭ কোটি টাকার সহায়তা দিচ্ছে পিকেএসএফ

ঢাকা: করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে মোকাবিলায় ২৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থাগুলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, সরকার-নির্দেশিত অত্যাবশ্যক স্বাস্থ্যবিধি মেনে পিকেএসএফের সংস্থাগুলো সংকটপীড়িত মানুষকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের সহায়তাও দিয়েছে।

এছাড়া সহযোগী সংস্থাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ (প্রায় ৩.৩৫ কোটি টাকা) ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল’-এ দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

সংস্থাগুলো এক লাখ ৩৪ হাজারের বেশি পরিবারের মধ্যে প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকার জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ১২ দশমিক ৩৭ কোটি টাকা ব্যয়ে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (যেমন হ্যান্ড গ্লাভস, সাবান, স্যানিটাইজার, মাস্ক, পিপিই) বিভিন্ন ব্যক্তি ও সেবাদানকারীদের মধ্যে বিতরণ করেছে সংস্থাগুলো।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।