বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুই মাস পূর্ণ হওয়ায় নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে শুক্রবার (১ মে) থেকে জেলেরা মেঘনায় ফের মাছ ধরা শুরু করবেন।
দীর্ঘ দুই মাস পর লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৬০ হাজার জেলে নদীতে মাছ শিকারে যাচ্ছেন। এর আগে তারা নদীতে মাছ শিকারে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নৌকা মেরামত, জাল বোনা ও ছেঁড়া জাল তুলে নিয়েছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকার পর বৃহস্পতিবার দিবগত রাত ১২টার পর থেকে নদীতে মাছ শিকারে যাচ্ছেন তারা। বিকল্প কর্মসংস্থান না থাকায় গত দুই মাস ধারদেনা করে সংসার চালিয়েছেন তারা। এখন নদীতে মাছ ধরা পড়লে সামনের দিনগুলো ভালো কাটবে বলে আশা তাদের।
এদিকে কিছু অসাধু জেলে গত দুই মাস সুযোগ পেলেই নদীতে মাছ শিকার করেছেন বলে অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করা জেলেদের জেল-জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শুক্রবার থেকে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, তবে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার করা যাবে না। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে ৪৫ হাজার ৭৭১ জন নিবন্ধিত জেলে রয়েছেন। নিষিদ্ধ সময়ে সব প্রজাতির মাছ ধরা থেকে বিরত থাকায় এদের মধ্যে থেকে ২৪ হাজার ২৪৭ জন জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এসআর/এএটি