ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা প্যাকেজ: ১ হাজার কোটি পাচ্ছে বিমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ২, ২০২০
প্রণোদনা প্যাকেজ: ১ হাজার কোটি পাচ্ছে বিমান .

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক।

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় বিমানকে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঋণ প্রদানকারী সোনালী ব্যাংক।

শনিবার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে।

এছাড়াও  বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ২, ২০২০
এসই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।