ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা প্রতিরোধে পারফেটি ভ্যান মেলে দাঁড়ালো দুস্থদের পাশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ৪, ২০২০
করোনা প্রতিরোধে পারফেটি ভ্যান মেলে দাঁড়ালো দুস্থদের পাশে খাদ্যসামগ্রী বিতরণ।

ঢাকা: সেন্টার ফ্রুট, সেন্টার ফ্রেশ, আ্যলপেনলিবে, মেনটস এবং চুপা চুপসের মত বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ডের প্রস্তুতকারক ও বাজারজাতকারক কোম্পানি পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ সম্প্রতি শ্রীপুরে তাদের ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ১শটি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও এলাকায় লকডাউন চলাকালীন অবস্থায় পারফেটি ভ্যান মেলে অতি দরিদ্রদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে।

এই কঠিন সময়ে আশ-পাশের জনসাধারণকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ও তাদের পর্যাপ্ত সহযোগিতা করাই কোম্পানিটির লক্ষ্য।

পারফেটি ভ্যান মেলে এই দুর্যোগের মধ্যেও তাদের প্রতিশ্রুতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে বলে দাবি করেছে।

পারফেটি ভ্যান মেলে বিশ্বের অন্যতম বৃহৎ সুগার কনফেক্শনারি প্রস্তুতকারক, যা ১৫০টিরও বেশি দেশে উপস্থিত রয়েছে।

পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ ইউরোপীয় পারফেটি ভ্যান মেলে গ্রুপের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক কোম্পানি। যা ২০০৫ সালে বাংলাদেশে তার উৎপাদন কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।