সোমবার (০৪ মে) থেকে এ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয় বলে এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এ খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত ডেইলি বেসিস এর শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে রিহ্যাব এর পক্ষ থেকে এক লাখ বেলার খাবার সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (১ম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমআইএস/এইচএডি