বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।
আদেশে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পিপিই ও মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ ধারা ১২৬ এর উপধারা ৩ এর প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারি ও দুর্যোগকালীন সময়ে এসব পণ্য উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদাতা পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিল।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৬, ২০২০
এসএমএকে/এএ