ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট মওকুফ ১৬ মে পর্যন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ৭, ২০২০
চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট মওকুফ ১৬ মে পর্যন্ত

ঢাকা: চট্টগ্রাম বন্দরে অবতরণ করা যেসব কন্টেইনারের চারদিন ফ্রি টাইম সরকার ঘোষিত সাধারণ ছুটি অর্থাৎ ২৬ মার্চ বা তারপর শেষ হয়েছে, সেগুলোতে আগামী ১৬ মে’র মধ্যে খালাস গ্রহণ করা হলে প্রযোজ্য স্টোররেন্ট শতভাগ মওকুফ করা হবে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সরকার গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার উদ্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত মঙ্গলবার (০৫ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের চলমান কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে আগামী ১৬ মে’র মধ্যে কন্টেইনারসমূহ খালাস করা না হলে দণ্ডভাড়া আদায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাধ্য থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।