ফলে ঈদুল ফিতর উপলক্ষে শহরের কোনো বিপণিবিতান খুলবে না। যদিও সরকারি নির্দেশনা মেনে সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ঈদে মানুষের কেনাকাটার সুবিধার্থে আগামী ১০ মে থেকে সারাদেশের বিপণিবিতান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।
স্বাস্থ্যবিধি মেনে খোলার বিষয়ে শহরের বিপণিবিতানগুলোর ব্যবসায়ী নেতাদের নিয়ে দুপুরে বৈঠকে বসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিটি সেন্টার, এফ এ টাওয়ার, পৌর আধুনিক সুপার মার্কেট, আশিক প্লাজা ও হকার্স মার্কেটসহ ছোট-বড় সব শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
কোর্ট রোড সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুজ্জামান আরিফ বলেন, ‘সরকারিভাবে ১০ মে থেকে মার্কেট খোলা রাখার কথা বলা হলেও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’
বৃহস্পতিবার পর্যন্ত জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রবাসীসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ২৫ জন আর বাকিরা আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ০৭, ২০২০
এনটি