ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশকে আরও ৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ৭, ২০২০
বাংলাদেশকে আরও ৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশকে আরও চার হাজার ২৫০ কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ অনুমোধন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (৭ মে) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

প্রতি ডলার সমান ৮৫ টাকা করে বাংলাদেশি মুদ্রায় চার হাজার ২৫০ কোটি টাকা।

সব টাকা করোনা ভাইরাস মোকাবিলায় ব্যয় করা হবে।  

এর আগে গত ২৮ মার্চ করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে দুই কোটি ৫৫ লাখ টাকা (তিন লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।