শুক্রবার (০৮ মে) বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনে মেয়রের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সিলেট চেম্বার অব কমার্স ইণ্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতরের আগে সীমিতভাবে নিয়ম মেনে মার্কেট-বিপণিবিতান খোলার জন্য সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে একমত হন।
বৈঠকে উপস্থিত অনেকে জানিয়েছেন, সভার শুরুতে ব্যবসায়ীদের উন্মুক্ত আলোচনার আহ্বান জানানো হয়। এতে ব্যবসায়ীরা করোনা সংক্রমণ রোধে জনগণের স্বার্থে পবিত্র ঈদুল ফিতরে দোকান বন্ধ রাখতে সম্মত হন।
এর আগে বৃহস্পতিবার কয়েকজন ব্যবসায়ী নেতা মার্কেট, বিপণিবিতান ও দোকানপাঠ না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ০৮, ২০২০
এনইউ/এইচএডি