ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোববার থেকে ফ্রাঞ্চাইজি আউটলেট খুলবে এপেক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ৯, ২০২০
রোববার থেকে ফ্রাঞ্চাইজি আউটলেট খুলবে এপেক্স এপেক্স

ঢাকা: আপনার সুরক্ষাই প্রধান প্রতিশ্রুতি’ এপেক্স তার এই স্লোগানকে সামনে রেখে আগামী ১০ মে (রোববার) থেকে সীমিত পরিসরে সারা দেশব্যাপী কিছু সংখ্যক নিজস্ব আউটলেট ও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোম্পানির হেড অব মার্কেটিং সাগ্নিক গুহ।

এতে বলা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রেরিত স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হয়েছে আউটলেট পরিষ্কারের সব প্রয়োজনীয় ব্যবস্থা।

তার মধ্যে আছে দোকানের সব জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা, বিক্রয়কর্মীদের শারীরিক পরীক্ষা যেমন তাপমাত্রা, কাশি ইত্যাদি পর্যবেক্ষণ করা, স্টোরে প্রবেশের আগে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা, সব বিক্রয় কর্মীদের সবসময় ফেস মাস্ক এবং গ্লাভস পরিধান বাধ্যতামূলক করা থেকে শুরু করে, তিন ফুট দূরত্বে অবস্থানের জন্য ক্রেতাদের উৎসাহিত করা।

এপেক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে যে সবাই মিলে একসঙ্গে জনস্বাস্থ্য নিয়মাবলী মেনে চললে এই মহামারি করোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।