রোববার (১০ মে) সকাল ১০টা থেকে শহরের সমবার মার্কেট, মার্ক টাওয়ার, হাসনাত স্কয়ার, বেইলী টাওয়ার, আড়ং ভবন খুলতে দেখা যায়। এসময় বিভিন্ন দোকানে কিছু সংখ্যক ক্রেতার উপস্থিতিও দেখা যায়।
সরেজমিনে শহরের মার্ক টাওয়ার ও হাসনাত স্কয়ারের মোবাইলের দোকানগুলোতে দেখা যায়, দোকানগুলো খুলেছে এবং সেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ক্রেতার আগমন ঘটছে। মার্ক টাওয়ারের কিছু কাপড়ের দোকানও খোলা দেখা যায়।
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মোবাইল মালিক সমিতির যুগ্ম সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছ্বাস জানান, আমরা ইতোমধ্যেই বড় বড় মার্কেটগুলোর প্রবেশপথে জীবাণুমুক্তকরণ সুড়ঙ্গ (ডিসইনফেকশন টানেল) স্থাপন করেছে। এগুলোতে স্বয়ংক্রিয়ভাবে কেউ মার্কেটে প্রবেশ করার সময় তাকে জীবাণুমুক্ত করবে। ইতোমধ্যেই বেইলী টাওয়ার, হাসনাত স্কোয়ারসহ কয়েকটি স্থানে এটি স্থাপিত হয়েছে এবং মার্ক টাওয়ার, সমবায় মার্কেট, আড়ং ভবনসহ অন্যান্য মার্কেটে স্থাপনের কাজ অব্যাহত রয়েছে। প্রতিটি মার্কেটের বাইরে অস্থায়ী পানির ট্যাংকি বসানো হয়েছে এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। আমরা দ্রুত শারীরিক তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার বসানোর কাজ করছি। দোকানগুলোর মালিক-কর্মচারী-নিরাপত্তাকর্মীসহ সকলকেই হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য বলা হয়েছে এবং তারা অবশ্যই সেটি করবেন। মার্কেটগুলোতে অন্য এলাকার বাসিন্দাদের প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড তল্লাশি করা কিংবা নিশ্চিত হবার ব্যাপারে নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে।
আতঙ্কিত না হয়ে নিজেদের স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে নির্ভয়ে কেনাকাটা করতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মার্কেটগুলোতে সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা কাজ করে যাচ্ছি যেন কোনোভাবেই কোনো ক্রেতা-বিক্রেতা সংক্রমিত না হন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ১০, ২০২০
এইচএডি/