করোনা সংক্রমণ এড়াতে জেলা সদরের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রেখেছেন বান্দরবানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা।
এদিকে সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় বাজার এলাকায় ক্রেতার পরিমাণও ছিল কম।
এর আগে গত ৮ মে এক জরুরি সভায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনের সভাপতিত্বে বান্দরবানের ব্যবসায়ীক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় করোনা ভাইরাস সংক্রমণ বিস্তারের আশঙ্কায় বান্দরবানে রোববার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী এসব নেতারা জানান ,জনসাধারণ এবং ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামীতে করোনা সংক্রমণ কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে, সরকারি নির্দেশনা অনুয়ায়ী তখনই বান্দরবানের সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান পুরোদমে চালু করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১০, ২০২০
এসআরএস