রোববার (১০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব শ্রমিক এপ্রিল মাসজুড়ে কারখানায় কর্মরত ছিলেন তাদের পূর্ণ বেতন-ভাতা দিতে হবে।
এতে আরো বলা হয়, ঘোষিত ৬৫ শতাংশ বেতনের মধ্যে এপ্রিলের বেতন ৬০ শতাংশ, বাকি ৫ শতাংশ মে মাসের বেতন থেকে সমন্বয় করা হবে। মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পুনরায় বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ১০, ২০২০
ইএআর/এএ